তবে দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। তা দেখে অনেকেই ধরে নিয়েছেন এই বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা। বলিপাড়ায় এ ঘটনা নতুন নয়।
 
বিয়ের এক মাসের মাথায়ই রাহা আসার খবর শুনিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বলিপাড়ার অনেক দম্পতির ক্ষেত্রেই এমনটা দেখা গেছে। তবে কি বিয়ের পাঁচ মাসের মাথায়ই মা হতে চলেছেন শোভিতা আর বাবা হচ্ছেন নাগা? তবে, এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি নায়ক-নায়িকা। বেশ ঘটা করেই অভিনেত্রীকে বিয়ে করেন নাগা।
 
বিয়ের পর থেকে তাদের সাংসারিক জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী দর্শক। কিছু দিন আগে একটি বিদেশি পত্রিকাকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক তুলে ধরেন তারা। কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন, কে ভাল রান্না করেন, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি।