স্পোর্টস ডেস্ক : বৃষ্টিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে যাওয়ার পর দ্বিতীয়টিতে দাপট দেখিয়ে জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। ব্যাটে-বলে কোনো পাত্তাই পেলো না বিশ্ব চ্যাম্পিয়নরা। মেলবোর্নে শুক্রবার (৩১ অক্টোবর) ৪০ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে অজিরা। ট্রাভিস হেড ও মিচেল মার্শের মারকুটে ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৩.২ ওভারে ১২৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
স্বল্প রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছিলেন হেড। বরুণ চক্রবর্তীর বলে তিলক বার্মার হাতে বাউন্ডারিতে ধরা পড়ার আগে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান। ৪.৩ ওভারে দলীয় ৫১ রানে প্রথম উইকেট হারায় অজিরা। এরপর জশ ইংলিসের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন মার্শ। ২৬ বলে ৪ ছক্কা ও ২ চারের মারে ফিফটি থেকে ৪ রান দূরে থেকে আউট হন তিনি। তার বিদায়ের পর কিছুটা ছন্দপতন হয় অজিদের। টিম ডেভিড ২ বলে ১ আর ইংলিস ২০ বলে ২০ রান করে আউট হয়ে যান। দলের জয়ের জন্য যখন মাত্র ২ রান প্রয়োজন তখন জাসপ্রিত বুমরাহর পরপর দুই বলে উইকেট বিলিয়ে দেন মিচেল ওয়েন (১৪) ও ম্যাথু শর্ট (০)।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে জশ হ্যাজেলউডের তোপে পড়ে ১৮.৪ ওভারে মাত্র ১২৫ রানে থামে ভারত। অভিষেক শর্মা ও হার্শিত রানা ছাড়া সফরকারী দলের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ৩৭ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলেন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার। ৩৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন হার্শিত।
অজিদের হয়ে দারুণ বোলিংয়ে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট নেন হ্যাজেলউড। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন জাভিয়ের বার্টলেট ও নাথান এলিস। পাঁচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। সিরিজের শেষ তিনটি ম্যাচ মাঠে গড়াবে আগামী ২, ৬ ও ৮ নভেম্বর। ক্যানবেরায় প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
 
 
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪