মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “সাধ্যের মাঝে নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবার নিশ্চয়তা” এই শ্লোগানে এবং “আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবার লক্ষ্যে” শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বদেশ হাসপাতাল নামের একটি হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বাদ জুমা আশুলিয়ার বাইপাইল মনির প্লাজায় এই হাসপাতালের যাত্রা শুরু হয়।
প্রধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, যেহেতু আশুলিয়া একটি শিল্প এলাকা। এখানকার শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে স্বাধ্যের মধ্যে উন্নত এবং মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষেই এই হাসপাতলের যাত্রা শুরু। পরে বাইপাইল জামে মসজিদের ইমাম দোয়া ও মিলাদ পরিচালনা করেন এবং শেষে তবারক বিতরণ করা হয়।