বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

চৌগাছায় মুদি দোকানে চুরি

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পৌর শহরের প্রেসক্লাব মোড়ে মেসার্স শাওন এন্টারপ্রাইজ নামে একটি মুদি দোকানে চুরিহয়েছে। বুধবার (১ অক্টোবর) ভোর রাতে চোরেরা দোকানের ভেন্টিলেটর কেটে ভেতরে প্রবেশ করে এ চুরি করেছে। এ ঘটনায় দোকানের মালিক আব্দুল মজিদ বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, চোরেরা দোকানের ভেন্টিলেটর কেটে ভেতরে প্রবেশ করে।

এ সময় তারা নগদ টাকা ও মালামাল চুরি করে। দোকান মালিক আব্দুল মজিদ বলেন, চোরেরা দোকানের ভেন্টিলেটর কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে দোকান মালিকের। চুরির সিসিটিভি ফুটেজ দোকানে সংরক্ষিত রয়েছে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি চোর ধরার জন্য পুলিশ অভিযান চলছে। 

কিউএনবি/অনিমা/ ০১ অক্টোবর ২০২৫, /সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit