রাশিদুল ইসলাম রাশেদ,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা হানাগড়ের মাথা এলাকায় বসতভিটা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারে স্বামী-স্ত্রী দম্পতি গুরতর আহত হয়েছে। আহতরা বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম শহরতলির হানাগড়ের মাথা এলাকার  চিহ্নিত ভূমিদস্যু ইয়াকুব আলী (উক্কু) (৫০), রিপন মিয়া (৩০) ও লিটন মিয়ার ( ২৫) লাঠিসোটা নিয়ে অসহায় রফিকুল ইসলামের বসতভিটা দখল করতে আসে। এতে তিনি ও তার স্ত্রী বাঁধা দিলে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। হামলায় গুরুতর হয় স্বামী রফিকুল ইসলাম ( ৪৫) এবং স্ত্রী কাকলি বেগম। 
স্থানীয়রা ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিপক্ষরা আচমকা জমি ঘিরতে আসে। এতে ওই দম্পতি বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ তাদের উপর হামলা চালায়। এতে স্বামী -স্ত্রী দুজনেই আহত হন। পরে আমরা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এ ভর্তি করাই।এ ব্যাপারে ইয়াকুব আলী ও রিপন মিয়ার মতামত জানতে একাধিকবার মুঠোফোন ফোন দিলেও তারা তা রিসিভ করেন নাাই। ভুক্তভোগী রফিকুল ইসলামের পরিবার জানায়, অপরাধীদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ্ লিখিত অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩