 
																
								
                                    
									
                                 
							
							 
                    আশুলিয়া (ঢাকা( প্রতিনিধি : আশুলিয়ায় শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম স্নাতক ফাজিল মাদ্রাসার সহকারী পরিচালক ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সৈয়দ আলী আশরাফের ভাতিজা সৈয়দ আলী সানজিদকে কতিপয় বিএনপি নেতারা মাারধর করে মাদ্রাসা থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।শুক্রবার দুপুরে এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলেন ভুক্তভোগী। এরআগে, বুধবার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে এই হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরে এবিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী সৈয়দ আলী সানজিদের অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগের সময় আমার চাচার শিক্ষা প্রতিষ্ঠানটি সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও মুকুলের দোসররা অবৈধভাবে ভোগদখল করে আসছিলো। ৫ই আগষ্টের পরে আমরা আমার চাচার শিক্ষা প্রতিষ্ঠানটি পূনরায় বুঝে পাই। ভালোভাবে প্রতিষ্ঠানটি চলছিলো। এরপরে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা নজরুল, জাকির, মোকলেছুর রহমান শাহী ও সাইদ মাস্টার দেওয়ান ওই দোসরদের ঘাড়ে ভর করে মাদ্রাসার সম্পত্তি অবৈধভাবে ভোগ দখলের পায়তারা করে আসছিলো।

এরই জের ধরে বুধবার দুপুরে তারা অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মাদ্রাসার ভিতরে অনধিকার প্রবেশ করে সহকারী পরিচালক মাওলানা আব্দুল মোমেনকে মারধর করে জোরপূর্বক কাগজে সই নিয়ে মাদ্রাসা থেকে বের করে দেয়। এই ঘটনায় আমি প্রতিবাদ করতে গেলে তাদের নেতৃত্বে ১০-১১ জন আমাকে সহ আরও কয়েকজনকে মারধর করে। এতে কয়েকজন আহতও হয়। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের দারপ্রান্তে চলে যাবে। শিক্ষার্থীরা বর্তমানে চরম আতঙ্কে আছে। পরে কোন উপায় না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

আমি এর সুষ্ঠু বিচার চাই।এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।পরে এবিষয়ে জানতে আশুলিয়া থানার তদন্ত ওসী আজগর আলীকে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। এরপরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসী) আব্দুল হানানকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোনটি কেটে দেন।
কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৮