 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য মান বাঁচানোর লড়াই। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে নিজেদের সাইড বেঞ্চের শক্তি পরীক্ষা করতে পারে।
শুক্রবার চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম। একাদশে জায়গা হারিয়েছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। তবে জায়গা ধরে রেখেছেন জাকের আলী অনিক। বিশ্রাম দেওয়া হয়েছে তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানকে।
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:১২