এক সন্তান নিয়ে দুই নারীর বিবাদ, যে রায় দিলেন সোলাইমান (আ.)
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
৭০
Time View
ডেস্ক নিউজ : মাওলানা নোমান বিল্লাহ
হজরত দাউদ ও সোলাইমান (আ.)-কে নিয়ে হজরত আবু হুরাইরাহ (রা.)-র বরাতে একটি হাদিস বর্ণিত আছে। তিনি নবীজি (স.)-এর কাছে এক সন্তান নিয়ে দুই নারীর বিবাদ ঘটনাটি শুনেছেন।
দুজন নারী ছিল। তাদের সঙ্গে দুটি সন্তানও ছিল। হঠাৎ একটি বাঘ এসে একজনের ছেলেকে নিয়ে গেল। সঙ্গের নারীটি বলল, ‘তোমার ছেলেকে বাঘে নিয়েছে।’ অন্য নারী বলল, ‘না, তোমার ছেলেকে নিয়ে গেছে।’
দুই নারী তখন হজরত দাউদ (আ.)-এর কাছে এ বিরোধ মীমাংসার জন্য বিচারপ্রার্থী হলো। তিনি ছেলেটির বিষয়ে যেটা ভালো মনে করলেন সেরকম রায় দিলেন। এরপর তারা বেরিয়ে হজরত সোলাইমান (আ.)-এর কাছে গিয়ে ব্যাপারটি জানাল। তিনি বললেন, তোমরা একটা ছুরি নিয়ে এসো। ছেলেটিকে আমি দুই টুকরো করে দুজনের মধ্যে ভাগ করে দিই।
এ কথা শুনে অল্পবয়সী নারী বলে উঠল, ‘তা করবেন না। আল্লাহ আপনার ওপর রহম করুন। ছেলেটি ওর।’ সোলাইমান (আ.) তখন ছেলেটিকে অল্পবয়সী নারীর বলে রায় দিলেন। (বুখারি ৩৪২৭) হজরত সোলাইমান (আ.) যখন দেখলেন ছেলেটির জন্য অল্পবয়সী নারী দু’টুকরো হওয়ার ব্যাপারে কষ্ট পাচ্ছে, তাহলে সন্তান তার হওয়ার সম্ভাবনা বেশি।