এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিএনপি নেতা শফিকুল ইসলামের মা করিমন নেছা (৯৯) জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার আন্দারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজারনামাজ অনুষ্ঠিত হয়।
শফিকুল ইসলাম শফি চৌগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের পরিচালনায় বক্তৃতা করেন যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি ও যশোর-২ চৌগাছা ঝিকরগাছা আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়াম্যান মাছুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও স্বরুপদাহ ইউপি সাবেক চেয়ারম্যান মাওলানা. আব্দুল লতিফ, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আলা উদ্দীন ও আব্দুল খালেক প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান ও মরহুমার ছোট জামাই নূরুল কদর, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু, বিএনপি নেতা তরিকুল ইসলাম ডবলু, কাজী আব্দুল হামিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীবৃন্দ। শফিকুল ইসলামের বড় ভাই আব্দুল খালেক বলেন, বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে বাড়ীতেই মায়ের মৃত্যু হয়। দীর্ঘদিন যাবৎ মা বিভিন্ন রোগে ভুকছিলেন।
কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৩