সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের বিভিন্ন বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় নওগাঁ জেলা ছাত্র দলের সহ- সাধারণ সম্পাদক মোঃ স্বাধীন হোসেন (মীর শুভ) এ লিফলেট বিতরণ করেন।
লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। এবং পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
লিফলেট বিতরণে নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্র দলের সাবেক সফল সদস্য সচিব মনোয়ার হোসেন রাঙ্গা, নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্র দলের দপ্তর সম্পাদক আইয়ুব হোসেন, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার রাফি, ছাত্রনেতা রাকিব, সজল, সাইফ আরাফাত, রাফি, নাদিম প্রমূখ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৫,/সকাল ৯:৩৯