জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক শিক্ষার্থী, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী প্রদ্যুত সিংহ চুন্নুর পারলৌকিক শান্তি কামনায় এক প্রার্থনা সভা আজ ১৪ জানুয়ারি (২০২৩) শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা পংকজ দেবনাথ এমপি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুভাষ সিংহ রায়,জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি অমল দত্ত , জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মলয় সাহা, জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক অতনু বর্মন প্রমুখ।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মিহির লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রার্থনা সভায় হলের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।বক্তারা সাবেক ছাত্রনেতা প্রদ্যুত সিংহ চুন্নুর পারলৌকিক শান্তি কামনা করেন। “শেখ হাসিনার জন্য,আওয়ামী লীগের জন্য তথা দেশ ও জাতির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রদ্যুত সিংহ চুন্নুর আদর্শ ” ধারণ করার আহ্বান জানান ।
কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৩/সকাল ১১:০৩