আন্তর্জাতিক ডেস্ক : হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সফল আলোচনা’ করতে পারেন, সে জন্য তার দেশে নিরাপদ প্রবেশের ব্যবস্থা নিশ্চিত করা হবে।
বুদাপেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এদিকে বুদাপেস্টে পরিকল্পিত যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনার জন্য আজ শুক্রবার ফোনালাপ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও রুশ প্রেসিডেন্ট পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর নতুন প্রচেষ্টার লক্ষ্যে দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে দেখা করবেন বলে তিনি আশা করছেন। অরবান ইউরোপীয় ইউনিয়নে ট্রাম্প ও পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং কিয়েভের প্রতি পশ্চিমা সমর্থনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। ফেসবুকে দেওয়া পোস্টে অরবান বলেছেন, পুতিনের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। বৈঠকের প্রস্তুতি পুরোদমে চলছে।
কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২৩