ওজনহীন ভাবনা
——————–
জীবনের একটা লম্বা সময় আমার পায়ের নিচে কোনো মাটি ছিলো না। ২০০১ সাল থেকে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ি। স্কুলের মাঠটা দিগন্ত জোড়া। মাঠের পেছনের দিকে ছিলো একটা শক্ত ডালের পেয়ারা গাছ। প্রতিদিনই দু একটা ক্লাস করার পর চলে যেতাম মাঠের শেষে সেই পেয়ারা গাছের ডালে। দুই তিন বান্ধবী মিলে পা ঝুলিয়ে ডালে বসে থাকতাম।
প্রতিদিন নিয়ম করে কয়েক ঘন্টা পা ঝুলিয়ে বসে থাকার কারণে পায়ের নিচে মাটি থাকতো না। শরীর হালকা লাগতো। মাথায় নানান রকম দার্শনিক ভাবনা আসতো পরে এটাই রুটিন হয়ে গেলো।
২০০৩ সালে ক্লাস নাইনে চলে আসি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। তখনও প্রেক্ষাগৃহ ভিন্ন, সিনেমা এক। বান্ধবীরা মিলে সুযোগ পেলেই পা ঝুলিয়ে বসে থাকতাম, হাই বেঞ্চে কিংবা পুকুর পাড়ে । শরীর হালকা লাগতো। মাথায় নানান রকম দার্শনিক ভাবনা আসতো।
জীবনযুদ্ধের সড়কপথের যানজটের বিভিন্ন সময় এভাবেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে।
এখনো সরে যায়।
আর তখন আমি অনুভব করি, আমি শুন্যে ভেসে আছি। আমার কোনো ওজন নাই।
লেখিকাঃ ফায়াজুন্নেসা চৌধুরী, শিক্ষক, ডিপার্টমেন্টে অফ সিএসই, ড্যাফোডিল ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি, ঢাকা।
কিউএনবি/বিপুল/ ৩০.১১.২০২২/ রাত ৯.২০