এখনো আমার প্রিয় কফির পেয়ালায়
—————————————————-
এখনো আমার প্রিয় কফির পেয়ালায়
লাগেনি তোমার উষ্ণ আবেগী চুমুক
এখনো আমার প্রিয় কফির পেয়ালায়
উঠেনি তোমার উত্তাল যৌবনের ঢেউ
তুমি কেন নির্বিকার রাত্রি দ্বিপ্রহরে
খজো না কেন একটুখানি উষ্ণতা
আমার উষ্ণ লোমশ বুকে।
এখনো আমার প্রিয় কফির পেয়ালায়
লাগেনি তোমার গোলাপী ঠোঁটের স্পর্শ
এখনো আমার প্রিয় কফির পেয়ালায়
আসেনি কোন নীল বসন্ত।
এখনো আমার প্রিয় কফির পেয়ালায়
লাগেনি তোমার আবেগী চুম্বনের ঢেউ
উঠেনি কোন উত্তাল ঝড়
মনমাতানো আবেগী আলিঙ্গনের আগুন।
এখনো আমার প্রিয় কফির পেয়ালায়
উঠেনি কোন ঝড় ঠিক আগের মতোন
তোমার চুমুকে চুমুকে চুম্বনের আহ্বান
গোলাপী ঠোঁটের চিলেকোঠায়।
এখনো আমার প্রিয় কফির পেয়ালায়
জ্বলেনি কোন আবেগী আলিঙ্গনের আগুন।
এখনো আমার প্রিয় কফির পেয়ালায়
হয়নি কোন লাভা উদ্গিরণ
ঠিক ভিসুভিয়াস আগ্নেয়গির অগ্নুৎপাতের মতোন
এখনো হয়নি কোন লাভা উদ্গিরণ
তোমার যৌবনের জ্বালা মুখে।
কবিঃ রুবাবা দৌলা বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং কর্পোরেট ব্যক্তিত্ব। টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীনফোন এবং এয়ারটেেল এর শীর্ষপর্যায়ে কাজ করেছেন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট। বাংলাদেশে নারীদের উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ২০০৬ সালে অনন্যা শীর্ষ দশ পুরস্কার এ ভূষিত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করেছেন।
কিউএনবি/রাজ/০৮.০৯.২০২৫/রাত ১.৪৬