প্রিয় সুহৃদ
—————-
প্রিয় সুহৃদ,
তুমি যদি বলো
“আমার সাথে চলতে গেলে তোমাকে বদলাতে হবে নিজেকে “
তাহলে আমি বলবো “সরি”
এই আমি
যাকে দেখে মুগ্ধ হয়ে যেতে
ঘন্টার পর ঘন্টা চ্যাটিং ফোন কল ছিলো নিত্য দিনের অলিখিত রোজনামচা,
আজ বদলে দিতে চাইছো?
তাহলে তোমাকেই বলছি,
এই আমি, মোটা বেটে খাটো
কালো, রগচটা, ঘাড়ত্যাড়া বাউন্ডেলে , উড়নচন্ডি ছন্নছাড়া
এমনি থাকবো।
এমনি থাকবো আমি
এক চুলও বদলাবো না নিজেকে,
যে পাওয়াতে বদলে দিতে হয় নিজস্বতা
সেটা আমার চাই না,
আমি চাই না তুমিও বদলে যাও
তাহলে হেরে যাবো আমি
হেরে যাবে আমাদের ভালোবাসা।
ইতি
আমি
লেখিকাঃ তানিয়া তাসমিয়া মাঝে মাঝে কাব্য চর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে। তানিয়া তাসমিয়া জীবনের খন্ড চিত্র আঁকতে পারদর্শিনী। এই পোস্টটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।
কিউএনবি/বিপুল/১৭.০৮.২০২২/ দুপুর ১২.৩৫