ভালোবাসার মেঘ
—————————–
টুকরো টুকরো মেঘ হয়ে
ভেসে বেড়াচ্ছ আকাশে।
আমি তাকিয়ে দেখছি তোমায়
মুগ্ধ নয়নে,
রিমিঝিম বারি হয়ে ঝরবে
না আমাতে?
প্রতীক্ষায় বসে আছি আমি,
অমোঘ বর্ষণে ডুবে যাবো তোমাতে।
মিশে যাবো তোমার হৃদয়ের
আবছায়ায়।
এসো, আমায় ভিজিয়ে দাও।
তোমার গুড়গুড় ক্ষরণে,
সিক্ত হবো আমি।
ভোর হতে আর দেরি নেই মেঘ,
অপেক্ষার প্রহর যে কাটেনা আমার।
তোমার সাথে মিশে যেতে যেতে,
তোমাতেই হারিয়ে যাবো আমি।
হে আকাশে ভাসা
উদাস মেঘ,
আমি তোমাকেই ভালোবাসি।
কবি পরিচিতিঃ শামীমা আক্তার। ইডেন কলেজের দর্শন বিভাগের এসোসিয়েট প্রফেসর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স /মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। চমৎকার লেখালেখির পাশাপাশি দারুন আবৃত্তি চর্চাও করেন। বিভিন্ন পত্র পত্রিকায়, ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে । বর্তমানে ভার্চুয়াল গ্রুপ গুলোতে অবসরে লিখতে পছন্দ করেন।
কিউএনবি/আয়েশা/২৭.০৬.২০২২/ দুপুর ১.১৫