বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

হেভিওয়েট প্রার্থীদের নিয়ে বড় চমক, ১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাপা-জেপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জোটটি। প্রার্থী তালিকায় যেমন অভিজ্ঞ ও হেভিওয়েট নেতাদের ছড়াছড়ি রয়েছে, তেমনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি ছুড়ে দেয়া হয়েছে চরম উদ্বেগের বার্তা।

সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। ঘোষিত তালিকায় দেখা যায়, জোটের শীর্ষ নেতারাই সরাসরি নির্বাচনের মাঠে নামছেন। ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ লড়বেন চট্টগ্রাম-৫ আসন থেকে। জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু থাকছেন পিরোজপুর-২ আসনে। পটুয়াখালী-১ থেকে লড়বেন এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং ঢাকা-১০ আসনে লড়বেন কাজী ফিরোজ রশিদ। তালিকায় আরও আছেন শেখ শহিদুল ইসলাম (মাদারীপুর-৩), গোলাম সারোয়ার মিলন (মানিকগঞ্জ-২) এবং জহির রায়হানের ছেলে তপু রায়হান (ঢাকা-১৭)। ১১টি আসনে কৌশলী অবস্থানের কারণে একাধিক বা দ্বৈত প্রার্থী রেখেছে জোটটি।

বিভাগ অনুযায়ী প্রার্থী তালিকা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা:

ঢাকা-১৩: শফিকুল ইসলাম সেন্টু

ঢাকা-১৪: জাহাঙ্গীর আলম পাঠান

ঢাকা-১৬: আমানত হোসেন আমানত

নারায়ণগঞ্জ-৩: লিয়াকত হোসেন খোকা (সাবেক এমপি)

শরীয়তপুর-১: অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ

টাঙ্গাইল-৫: অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার

চট্টগ্রাম ও বরিশাল বিভাগ:

চট্টগ্রাম-১২: সিরাজুল ইসলাম চৌধরী (সাবেক এমপি)

চট্টগ্রাম-৭: মো. নজরুল ইসলাম (সাবেক এমপি)

ফেনী-১: নাজমা আক্তার (সাবেক এমপি)

বরিশাল-৬: নাসরিন জাহান রতনা (সাবেক এমপি)

কক্সবাজার-১: মো. শামসুল আলম

লক্ষ্মীপুর-১: মো. বেলাল হোসেন

রাজশাহী ও রংপুর বিভাগ:

বগুড়া-৬: নুরুল ইসলাম ওমর (সাবেক এমপি)

নীলফামারী-৩: মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল (সাবেক এমপি)

কুড়িগ্রাম-২: পনির উদ্দিন আহম্মেদ (সাবেক এমপি)

ঠাকুরগাঁও-১: মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী

রাজশাহী-১: বরুন সরকার

অন্যান্য অঞ্চল:

সিলেট-২: ইয়াহ ইয়া চৌধুরী (সাবেক এমপি)

ফরিদপুর-২: শাহ মোহাম্মদ আবু জাফর (সাবেক এমপি)

কুমিল্লা-৮: নুরুল ইসলাম মিলন (সাবেক এমপি)

জামালপুর-৪: ইঞ্জিনিয়ার মামুন অর রশীদ (সাবেক এমপি)

দ্বৈত প্রার্থী দেয়া হয়েছে যেসব আসনে
 

জোটটি কৌশলী কারণে ১১টি আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে। আসনগুলো হলো: ঢাকা-১০, ঢাকা-১৭, ঢাকা-১৮, চট্টগ্রাম-৯, বরিশাল-৪, বরিশাল-৬, ঝালকাঠি-২, শেরপুর-১, শরীয়তপুর-১, বরগুনা-১ ও টাঙ্গাইল-৮।
 

জেপি ও শরিক দলের উল্লেখযোগ্য প্রার্থী
 

কুমিল্লা-৫: শওকত মাহমুদ

নারায়ণগঞ্জ-৪: গোলাম মোর্শেদ রনি

খুলনা-১: মির্জা আজম

কুড়িগ্রাম-৪: মো. রুহুল আমিন 

সব মিলিয়ে ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে এই নতুন রাজনৈতিক জোট।

প্রার্থী ঘোষণা করলেও দেশের পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন জোটের নেতারা। ফ্রন্টের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার তার বক্তব্যে বর্তমান অবস্থাকে ‘ভয়াবহ’ হিসেবে চিত্রিত করেন। তিনি বলেন, ‘সারা দেশে মব সন্ত্রাস চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও সাংবাদিক–কেউই নিরাপদ নয়। দেশ এখন অনিরাপদ ও অগ্নিগর্ভ।’

তিনি সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার উদাহরণ টেনে বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরকে নাজেহাল, ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে শিশুকে পুড়িয়ে মারার মতো ঘটনাগুলো প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছে। এ ছাড়াও ধানমন্ডি ৩২ নম্বর, ছায়ানট এবং ভারতীয় হাইকমিশনারের বাসভবনে হামলার অপচেষ্টার ঘটনাও তিনি উল্লেখ করেন।

নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে হাওলাদার বলেন, ‘এমন অরাজক পরিস্থিতিতে সরকার কীভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবে, তা আমাদের বোধগম্য নয়।’ তিনি অভিযোগ করেন, সারা দেশে রাজনৈতিক দল ও বরেণ্য ব্যক্তিদের ওপর আক্রমণের যে সংস্কৃতি শুরু হয়েছে, তা একটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, আনোয়ার হোসেন মঞ্জু, কাজী ফিরোজ রশিদ, গোলাম সারোয়ার মিলনসহ জোটের কেন্দ্রীয় নেতারা।

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit