দেশে আসা
————–
রমজান মাস খুব পছন্দের – এবাদত এবং আনন্দের সাথে কাটাই দীর্ঘদিনের সৌদি জীবন যাপনে অভ্যস্ত আমার জীবন !!
আরব আর মার্কিন দুই দেশের জীবনেই রোজার মাসে মসজিদে অনেক সময় কাটানোর সুযোগ পাই !
এ সময় টা খুব উপভোগ করি তাই রোজায় দেশে থাকা সবচেয়ে অপ্রিয় সময় !!
এবার ঠিক এই সময় টাকে সামনে রেখেই দেশে আসতে হয়েছে !
গরম, আর অসহ্য যানজটে বিপন্ন জীবনের মাঝে কোনোরকমে রোজা শেষ করেছি তাই অনেক কাজ শেষ করা হয়নি !
প্রচন্ড তাপাদহের থেকে পশলা,পশলা বৃষ্টি তে মন ভিজতে শুরু করেছে ঈদের দিন থেকে !
বৈশাখ – জৈষ্ঠ্য মাসে দেশে এসে যা পেলাম –
কোকিলের ডাক শুনেছি বহু কাল পর !
সেই ডাকে আনমনা উতলা হয়ছি অজান্তেই !
মৌসুমী ফল-ফলাদি !
এক অন্যরকম ভাললাগা !
যদিও দেশের মতো সব ফল-ফলাদি পাই তবুও দেশে এসে মৌসুমী ফলের স্বাদ অন্যরকম ভাললাগা তৈরি করে ! পরিবেশ স্বাদের ভিন্নতা এনে দেয় !!
এত জাতের পেয়ারা বাজারে -চোখ আটকে যায় !!
নানান রংয়ের জামরুল খাওয়ার চেয়ে দেখতেই বেশী ভালো লাগে ! রংগুলো খুব টানে ! ছোট্ট জামের রংয়ে কি মিষ্টতা লুকিয়ে থাকে !!
বরফ কুচি দিয়ে বেলের শরবত অন্যরকম তৃপ্তি যোগ করে ! পেয়ারা কুচির শরবতে রন্ধন শিল্পের সুন্দর্য্য ফুটে উঠে অনায়াসে !
ডাবের পানি রেখে লোকে কেন মদ খায়, বুঝিনা !
এই ঋতুতে এসব তো হাতের কাছেই !!
পছন্দের কিন্তু পাইনা তাহলো তালের আটি বা তালেশাঁস বা তালের লেয়া !
যে, যা বলে !
এমন অনেক হয়েছে -আম্মা আর বাকী ভাই তালের লেয়া ফ্রোজেন করে রেখেছেন আমার জন্য !!
এবার ওনাদের কে এ কষ্টটা করতে হয়নি !
এই ফলের উপযুক্ত সময় এখন !!
কত বছর পর দাদা’র বাড়িতে গিয়েছি মনে করতে পারছিনা – !
নিজ বংশধরের তালের আটির স্বাদ, সাথে আবেগ মিলে অন্য রকম ছিলো !
আকারে বড় রসে ভরা নানান রংয়ের লিচু পাই কিন্তু রাস্তার পাশে বসে থাকা বিক্রেতার কাছ থেকে ঠঁকে লিচু কেনার আনন্দ – যেন ইচ্ছে করে হেরে যাওয়া ও মন্দ লাগে না !!
মৌসুমী সব ফল খাওয়া হয় সব সময় তবে দাদা’র বাড়ি ফল বলেকি এরা একই রুপে অন্য স্বাদের আম -কাঠাল হয়ে গেলো ?
এই-কি –
নিজ গোত্র
নিজ পরিচয় ??
সবেদা – ফলটা প্রিয় না হলেও পছন্দের — সেটি ও এখন পাই !
দেশে থাকা হয়না বলে, কত বিদেশী ফল পছন্দের তালিকায় এসে গেছে কিন্তু শিকড়ে গেঁথে যাওয়া পুরাতনরা তাদের আসনে আছে সেই আগের মতোই !
এবার দেশে আসাটা নানান দিকে অর্থবহ ,
অনেক কিছু ফিরে পেয়েছি – অনেক প্রিয়জন !!
সে কথা বলবো একে, একে !!
অতৃপ্ত মনের কিছু লুকায়িত বাসনাতো থাকেই তবুও – যা পেয়েছি তার মূল্য অনেক !!
অনেক বছর পর ঈদ করেছি মা – বোনের সাথে !!
বকুল , চম্পা, গুটিকয়েক শিউলী ফুলে মাখামাখি ছিলো আমাদের ঈদ -!!
ময়ূরপংখীতে তে ভেসে এসে রামধনুর সাত রংয়ে সাজিয়ে দিল আমাদের ঈদ – মুন্নী, ফারুক ভাই !
ভালবাসার মানুষেরা অন্তরে সুখের আলো ছড়ায় আর এই আলোতে চলে জীবন প্রদ্বীপ!!
মুন্নী আর ফারুক ভাইয়ের ভালোবাসার সুরভীতে বিমোহিত ছিল আমাদের ঈদ !!
এই ঈদের সুগন্ধ ছড়াবে দীর্ঘদিন !!
লেখিকাঃ মাহবুবা আলম স্বপ্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক ছাত্রী। আমেরিকায় সেটল্ড করেছেন। মাঝে মাঝে তাঁর আবেগময়ী লেখা ফেসবুকে পাঠকদের মাঝে হাহাকার সৃষ্টি করে। আজকের লেখাটি তাঁর ফেসবুক থেকে সংগৃহিত।
কিউএনবি/বিপুল/৩১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল। ৩.২০