ক্রীড়া ডেস্ক : ভারতের ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দিনে হারের পর কোচ গৌতম গম্ভীরকে দোষারোপ করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা। ১২৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৯৩ রানে গুটিয়ে যায়—এতেই দল নির্বাচনের সিদ্ধান্ত, ব্যাটিং কৌশল এবং দেশের মাটিতে ভারতের প্রভাব কমে যাচ্ছে কি না—এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। নিজের ইউটিউব চ্যানেলে উথাপ্পা বলেন, ‘গম্ভীরকে দায়ী করা একেবারেই অযৌক্তিক।’ তিনি স্পষ্ট করে দেন, মাঠে নামার পর কোচের ভূমিকা খুবই সীমিত। ‘আমি একটা মন্তব্য দেখলাম, আমি নাকি জিজিকে (গম্ভীর) ডিফেন্ড করছি।
আরে ভাই, কোচ তো আর গিয়ে ভেতরে ব্যাট করবে না,’ বলে মন্তব্য করেন উথাপ্পা। তিনি আরো বলেন, ‘শুধু ফল দেখে কোচকে দোষ দিলে প্রকৃত প্রেক্ষাপটটা আড়াল হয়ে যায়। ‘আমরা শুধু ফলাফল দেখছি আর কোচকে দোষ দিচ্ছি, কিন্তু পুরো পরিস্থিতিটাও দেখতে হবে,’ যোগ করেন তিনি। উথাপ্পা এ সময় প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কেও অযথা সমালোচনার শিকার হওয়ার উদাহরণ হিসেবে তুলে ধরেন। ‘ওরা যখন রাহুল দ্রাবিড়কে সমালোচনা করছিল, সেটাও আমার কাছে বোধগম্য হয়নি। ২০–৩০ হাজার আন্তর্জাতিক রান করা সহজ নয়। ওনাকেও যদি ট্রোল করা যায়, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না,’ বলেন তিনি। গম্ভীরের অধীনে ১৮ টেস্টে ভারতের এটি নবম হার, যা কোচকে ঘিরে সমালোচনা আরো বাড়িয়েছে।