স্পোর্টস ডেস্ক : আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফর করার কথা ছিল বাংলাদেশ নারী দলের। সেখানে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যাক টি-টোয়েন্টি খেলার কথা ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। তবে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি আপাতত স্থগিত হয়েছে।
ডিসেম্বরে আন্তর্জাতিক সিরিজ না থাকায় ফাঁকা সময়ে কী করবে বাংলাদেশ নারী দল? খোঁজ নিয়ে জানা গেছে নারী ক্রিকেটাররা বিসিএল খেলবেন এই সময়ে। ফরম্যাট বদলে এই বিসিএল হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূলত আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার থাকায় ফরম্যাট বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে বিসিএল করার চিন্তা করছে বিসিবি। ৪ দল নিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়েই হবে এই টুর্নামেন্ট।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ৯:৫৮