স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানে থেমেছে লঙ্কানরা। দলকে জেতানোর পথে দুর্দান্ত বোলিং উপহার দিয়েছেন ব্রাড ইভান্স। ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ১৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন রিচার্ড এনগ্রাভা। ত্রিদেশীয় সিরিজের শুরুতে পাকিস্তানের বিপক্ষে লড়াই করলেও হারতে হয়েছিল ৫ উইকেটের ব্যবধানে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো জিম্বাবুয়ে। ব্যাটে-বলে এদিন লঙ্কানদের একেবারে ধরাশায়ী করে ছেড়েছে রাজারা।
এদিন রান তাড়ায় নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের তোপে পড়ে লঙ্কানরা। দলের খাতায় ৬ রান যোগ হতেই বিদায় নেন পাথুম নিসাঙ্কা (০) ও কুশল পেরারা (৪)। ওপেনার কুশল মেন্ডিস ১২ বলে ৬ রান করে রান আউট হন। দলীয় ২৯ রানে বিদায় নেন ভানুকা রাজাপাকসে। ১৮ বলে ১১ রান করে ব্রাড ইভান্সের বলে বোল্ড হন তিনি। শুরুর এ ধাক্কা আর সামলে ওঠতে পারেনি লঙ্কানরা। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন দাসুন শানাকা। রায়ান বার্লের শিকার হওয়ার আগে ২৫ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ৩৪ রান করেন তিনি। বাকিদের কেউ আর দু্ই অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেননি। বাজে হারে ত্রিদেশীয় সিরিজ শুরু হলো শ্রীলঙ্কার।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বেনেট ও রাজা অল্পের জন্য ফিফটি মিস করেন। ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৯ রান করে আউট হন বেনেট। আর ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৭ রান করে আউট হন রাজা। তবে তাদের আক্ষেপ মিটেছে দারুণ এক জয়ে। লঙ্কানদের হয়ে বল হাতে ৩২ রান খরচায় ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্কা। ২টি উইকেট নিয়েছেন ইশান মালিঙ্গা।
সব মিলিয়ে ১০ বারের দেখায় এ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে তৃতীয় জয় তুলে নিলো জিম্বাবুয়ে।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৫