স্পোর্টস ডেস্ক : লম্বা ক্যারিয়ারে একাধিক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সঙ্গে তিনটি ডাবল সেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে। শততম টেস্ট ম্যাচেও পেয়েছেন শতকের দেখা। শতকের পরে দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনেও আসেন মুশফিক।
সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য পরের টেস্ট খেলাই সবচেয়ে কঠিন মুহূর্ত। এটা হচ্ছে সবচাইতে বড় বাস্তবতা। আর একজন ব্যাটার হওয়ায়, আমার আর কোনো কাজ নেই (অবদান রাখার)। তাই এটা সবচেয়ে কঠিন। প্রতিটি ইনিংস গুরুত্বপূর্ণ, প্রতিটি ইনিংসই বিশেষ।’
ক্যারিয়ারের বিশেষ মুহুর্তের কথা জানাতে গিয়ে মুশফিক বলেন, ‘সুইট মোমেন্ট যদি বলেন, অবশ্যই আমি মনে করি, যেই ইনিংসে আমি প্রথম ডাবল সেঞ্চুরি করেছি… আমার মূল লক্ষ্য হলো, বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে ওপরে নিয়ে যাওয়া যায়।’
‘যতক্ষণ একটা জিনিস আপনার চোখের সামনে কেউ অর্জন করবে না, আসলে ততক্ষণ পর্যন্ত সবার মাঝে ওই বিশ্বাসটা থাকে না। এখন ওই দুইশ করার পর থেকে অন্তত অন্যরাও বিশ্বাস করা শুরু করেছে যে হ্যাঁ আমরাও বড় রান করতে পারি।’-যোগ করেন তিনি।
নিজের ধূসর ক্যাপ নিয়ে মুশফিক বলেন, ‘আমি মনে করি, তিনটা ফরম্যাটের মধ্যে সবচেয়ে আলটিমেট ফরম্যাট টেস্ট। টেস্টের সবচেয়ে বড় জিনিস—ব্যাগি গ্রিন ক্যাপ। এটার মর্যাদা যদি একজন প্লেয়ার না বোঝে, সেটা আসলে তাকে বলে বোঝানো যায় না।’
‘আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এমন কোনো টেস্ট ম্যাচ খেলিনি যেখানে ক্যাপ পরে ফিল্ডিং বা কিপিং করিনি। সেদিক থেকে বলব, হ্যাঁ, বলা যায় যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থাটা খারাপ হয়ে গেছে। কারণ ক্যাপ পরে খুব কমই আমি ব্যাটিং করি — হেলমেট পরে প্রায় পুরো সময়ই ব্যাটিং করতে হয়। এটা আমার কাছে এক ধরনের প্রতীক। আমি মনে করি, এটা অনেক বড় পাওয়া। মৃত্যু পর্যন্ত এটা নিজের কাছে রাখব আমি।’
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০