ক্রীড়া ডেস্ক : ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে গড়াবে। সে টেস্টে মাঠে নামলেই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। এই বিশেষ মুহূর্তকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।








