ডেস্ক নিউজ : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের দুবলার চরের বড় ভ্যাদাখালী ও মেহেরআলী খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে জেলেদের কাছ থেকে দুটি ফিশিং ট্রলার, একটি নৌকা, ১১ বোতল রিফকড কীটনাশক, ৬৫০টি বড়শি, বিষযুক্ত দুই কেজি চিংড়ি মাছ ও বিপুল পরিমাণ মাছ ধরার জাল জব্দ করা হয়।
আটকরা হলেন- সিরাজুল (৩৫), সিকান্দার আলী (৪০), ওবায়দুল শেখ (৩৮), আ. ওহাব (৩৮), শহিদুল (৩৫), মুহিত (৩৯), জাহিদুল (৩৭), আলী হাসান (৩৬), মাসুম হাওলাদার (২০) ও জান্নাতুল আকন (১৯)। এদের সবার বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ‘বনের জীববৈচিত্র্য রক্ষায় বিষ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’
কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৯:৪৩