আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এরআগে পবিত্র কুরআন শরীফ খতম দেওয়া হয়। শুক্রবার বাদ জুম্মা সাভারের কলমা রওজাতুল কুরআন তাহফিজুল উলূম মাদ্রাসায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়।মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ ও সাবেক সহ-সভাপতি জনী দেওয়ানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
কিউএনবি/অনিমা/১ আগস্ট ২০২৫/রাত ৯:১২