স্পোর্টস ডেস্ক : ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। ২৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ এবং ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতের এই তরুণ ব্যাটার। বিশ্বের পঞ্চম ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে দুই বা তার বেশি সেঞ্চুরি পেয়েছেন তিনি।
এর আগে এই তালিকায় নাম তুলেছেন ইংল্যান্ডের লেন হাটন এবং অ্যালিস্টার কুক, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও বাংলাদেশের তামিম ইকবাল। ৭৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৯টি শতক আছে হাটনের। এরমধ্যে ঘরের মাটিতে ওপেনার হিসেবে ১৩টি সেঞ্চুরি করেছেন তিনি। ক্যারিয়ারের সব সেঞ্চুরিই ওপেনার হিসেবে করেছেন হাটন।
টেস্ট ক্যারিয়ারে ৩৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কুক। এরমধ্যে ওপেনার হিসেবে ঘরের মাঠে ১২টি শতক আছে তার। ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে ৫টি সেঞ্চুরি আছে স্মিথের। ইংল্যান্ডের মাটিতে ওপেনার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম। ২টি শতক আছে তার। ২০১০ সালের সফরে লর্ডস ও ম্যানচেষ্টার টেস্টে ২টি সেঞ্চুরি করেন তামিম।
বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন জয়সওয়াল। চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসের পর পঞ্চম ও শেষ টেস্টের শেষ ইনিংসে সেঞ্চুরির দেখা পান এই বাঁহাতি ব্যাটার।
কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/দুপুর ৫:১২