মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসীর বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) বিকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।
এর আগে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে অভিযান চালায় রায়পুরা থানা পুলিশ। সন্ত্রাসী গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের খবরে অভিযান চালিয়ে নজরপুর গ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আবিদ হাসান রুবেলের বসতবাড়ির আঙিনায় থাকা একটি পাকা খুপরি ঘর থেকে উদ্ধার করা হয় ৫টি একনলা বন্দুক, ১০টি সীসা কার্তুজ, ৩ রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ১৮টি অবিস্ফোরিত ককটেল।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে আবিদ হাসান রুবেল ও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, আবিদ হাসান রুবেলের বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১:০০