স্পোর্টস ডেস্ক : মানসিক অবসাদ, পারিবারিক সমস্যাসহ নানা কারণে জাতীয় দলের বাইরে ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। চলতি বছরের শুরুতে বিবাহ বিচ্ছেদ হয় চাহালের। কী কারণে বিচ্ছেদ, কেনই বা ক্রিকেট থেকে দূরে আছেন? অনেকটা অন্ধকারেই ছিলেন ভক্তরা। তবে সবকিছু নিয়ে প্রথমবারের মতো ভেঙেছেন নীরবতা।
বিবাহ বিচ্ছেদের পর রাজ শামানির পডকাস্টে হাজির হয়ে খোলামেলা কথা বলেন জীবনের কালো অধ্যায় নিয়ে। কীভাবে কাটিয়েছেন সেই সময় বর্ণনা করেন। একই সঙ্গে এক হাত নিয়েছেন সমালোচকদের। চাহাল বলেন, ‘আমি অবসাদে ভুগছিলাম। সামাজিকমাধ্যমে আমাকে নিয়ে যা লেখা হতো, তা দেখে আত্মহত্যা করার চিন্তা করেছিলাম। প্রচণ্ড কাঁপুনি হতো, কখনও বমি চালিয়ে ঘামতাম। কঠিন সময় পার করেছি।’সব গুঞ্জনের জবাব দিয়েছেন হাচাল। ক্রিকেটে সময় দেয়ার কারণে পরিবারকে সময় দিতে পারতেন না। যে কারণে দূরত্ব তৈরী হয়েছিল স্ত্রীর সঙ্গে। তাছাড়া বর্তমানে আরজে মাহভাশের সঙ্গে সম্পর্কের বিষয়ের উঠা গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন এই ক্রিকেটার।
চাহাল যোগ করেন, ‘আমি ক্রিকেট নিয়ে ডুবে থাকতাম। এতটাই ক্রিকেটে ডুবে ছিলাম যে, তাকে সময় দিতে পারতাম না। যা প্রভাব ফেলেছে সম্পর্কে। ৫ কোটি রুপি দিয়েছি তাকে। কেউ আমাকে বিশ্বাসঘাতক বলতে পারবে না। আমার সঙ্গে যারা চলে তাদের দিয়েছি, কারো কাছ থেকে কিছু নিইনি। মানুষ অনেক কিছু ভাবতে পারে। মাহভাশের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি নতুন সম্পর্কে জড়ানোর আগে নিজেকে গুছিয়ে নিতে চাই।’
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১:০৫