শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

ফোন রাতভর চার্জে? জেনে নিন কী হতে পারে..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

আজকের দিনে স্মার্টফোন ছাড়া আমাদের জীবন প্রায় অকল্পনীয়। সকালে ঘুম থেকে উঠে রাতের ঘুম পর্যন্ত—প্রতিদিনের প্রতিটি কাজে আমরা ফোনের ওপর নির্ভরশীল। কিন্তু এই গুরুত্বপূর্ণ ডিভাইসটির যত্ন নিচ্ছি কি সঠিকভাবে? অনেকেরই একটি সাধারণ অভ্যাস হচ্ছে—স্মার্টফোন সারা রাত চার্জে রেখে ঘুমানো। এটি শুনতে নিরীহ মনে হলেও, দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব মারাত্মক হতে পারে বলে প্রযুক্তি নামক একটি পেজের প্রতিবেদনে সতর্ক করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ব্যাটারির আয়ু কমে যেতে পারে

আধুনিক স্মার্টফোনে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা বেশ উন্নত প্রযুক্তিতে তৈরি হলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফোন ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরও যদি চার্জারে যুক্ত থাকে, তাহলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে। এই ‘ওভারচার্জিং’ ধীরে ধীরে ব্যাটারির কর্মক্ষমতা ও আয়ু উভয়ই কমিয়ে দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বারবার পূর্ণ চার্জ এবং অতিরিক্ত সময় চার্জে থাকা অবস্থায় ব্যাটারি গরম হয়ে যেতে পারে। এর ফলে ফোনে দেখা দিতে পারে ওভারহিটিং সমস্যা, এমনকি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে ব্যাটারি বিস্ফোরণের আশঙ্কাও তৈরি হয়।

কীভাবে রক্ষা করবেন ফোনের ব্যাটারি?

বিশেষজ্ঞদের মতে, ব্যাটারির সঠিক যত্নে কিছু সহজ নিয়ম অনুসরণ করলেই ফোন দীর্ঘদিন ভালো থাকবে। যেমন:

– ৮০% চার্জ হয়ে গেলে চার্জার খুলে ফেলুন

– ২০% এর নিচে নামার আগেই ফোন চার্জে দিন

– ফোনের নিজস্ব চার্জার বা কোম্পানি অনুমোদিত চার্জার ব্যবহার করুন

– অটো চার্জিং কন্ট্রোল ফিচার থাকলেও ১০০% চার্জ হয়ে গেলে নিজে থেকেই ফোন আনপ্লাগ করা উত্তম

‘স্মার্ট’ ফিচার সবসময় নির্ভরযোগ্য নয়

বর্তমানে অনেক স্মার্টফোনেই ‘অটোমেটিক চার্জ স্টপ’ বা ‘অপ্টিমাইজড ব্যাটারি চার্জিং’ সুবিধা থাকলেও তা সবসময় নির্ভরযোগ্য নয়। তাই ব্যাটারির নিরাপত্তার জন্য ফোন চার্জ দেওয়ার সময় ব্যবহারকারীর সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। মোবাইল ফোন যতই আধুনিক হোক না কেন, তার ব্যাটারি এখনো সীমাবদ্ধ প্রযুক্তির ওপর নির্ভর করে। অযত্ন বা অসচেতন ব্যবহারে ব্যাটারির ক্ষতির পাশাপাশি ডিভাইসটির জীবনকালও কমে যেতে পারে। তাই শুধু চার্জ নয়, ফোন ব্যবহারের ক্ষেত্রেও প্রয়োজন সঠিক জ্ঞান এবং যত্ন।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৯ জুলাই ২০২৫/দুপুর :১২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit