বিনোদন ডেস্ক : দেশে জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ধারাবাহিকের। সেই ধারাবাহিকতায় আরটিভিতে প্রচার শুরু হচ্ছে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিল ধারাবাহিক ‘মোস্তফা’।
এরপর গল্প এগোলে তিনি এক বছরের জন্য বন্দি হবেন। ঠিক ওই কারণে তিনি তার ছেলের হেফাজত হারান এবং মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।
মোস্তফা কি তার শ্বশুরের কাছ থেকে তার ছেলের জিম্মা ফেরত পাবে? মোস্তফা কি ইস্তাম্বুলের সবচেয়ে বড় মাফিয়াকে ধ্বংস করবে নাকি নিজেই মাফিয়ায় পরিণত হবে? এমন হাজার প্রশ্নের উত্তর পাওয়া যাবে রোমান্টিক থ্রিল ড্রামা ‘মোস্তফায়’। ২৫০ পর্বের মোস্তফা ধারাবাহিকটি ১ আগস্ট থেকে সপ্তাহে ৭দিন রাত ৯ টায় দেখা যাবে আরটিভির পর্দায়। ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি।
এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার সহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা। এই সিরিজটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/বিকাল ৩:৫৫