স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) প্রথম তিনটি আসরে খেলোয়াড় বাছাই হয়েছে ড্রাফটের মাধ্যমে। তবে আসন্ন চতুর্থ আসরে আসছে নতুন নিয়ম—এবার ড্রাফট নয়, হবে নিলাম।
নিলামটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে নাম নিবন্ধনের জন্য।
নিলামের মাধ্যমে প্রতিটি দল ১৩ জন করে ক্রিকেটার নিতে পারবে, অর্থাৎ ছয়টি দল মিলে মোট ৭৮ জন খেলোয়াড় কিনতে পারবে। এক্ষেত্রে প্রতিটি দলের জন্য বরাদ্দ থাকছে সর্বোচ্চ ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার। এই নতুন নিয়মে খেলোয়াড় বাছাইয়ে আসবে ভিন্নমাত্রা, বাড়বে প্রতিযোগিতা ও উত্তেজনা—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
নিলামের আগে ৬ দলের স্কোয়াড:
আবুধাবি নাইট রাইডার্স:
আলিসান শারাফু, আন্দ্রে রাসেল, চারিথ আসালাঙ্কা, ফিল সল্ট, সুনীল নারিন, অ্যালেক্স হেলস, লিয়াম লিভিংস্টোন এবং শেরফান রাদারফোর্ড।
ডেজার্ট ভাইপার্স:
ড্যান লরেঞ্চ, ডেভিড পাইন, খুজাইমা বিন তানভীর, লকি ফার্গুসন, ম্যাক্স হোল্ডেন, স্যাম কারান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আন্দ্রিস গুস।
দুবাই ক্যাপিটালস:
দাসুন শানাকা, দুশমন্থ চামিরা, গুলবাদিন নাইব, রভম্যান পাওয়েল, শাই হোপ, লুক উড, ওয়াকার সালামখিল এবং মুহাম্মদ জাওয়াদউল্লাহ।
গালফ জায়ান্টস:
আয়ান আফজাল খান, ব্লেসিং মুজারাবানি, জেরার্ড এরাসমুস, জেমস ভিন্স, মার্ক অ্যাডায়ার, আজমতউল্লাহ ওমরজাই, মঈন আলী এবং রহমানউল্লাহ গুরবাজ।
এমআই এমিরেটস:
মোহাম্মদ গাজানফার, ফজলহক ফারুকি, কুশল পেরেরা, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন, মুহাম্মদ ওয়াসিম, ক্রিস ওকস এবং কামিন্দু মেন্ডিস।
শারজাহ ওয়ারিয়র্স:
জনসন চার্লস, কুশল মেন্ডিস, টিম সাউদি, টম কোহলার-ক্যাডমোর, মাহিশ থিকশানা, সিকান্দার রাজা, সৌরভ নেত্রাভালকর এবং টিম ডেভিড।
কিউএনবি/অনিমা/২ আগস্ট ২০২৫/সকাল ১০:৩৩