মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল পৌর জাতউয়তাবাদী মহিলা দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান।
বেনাপেল পৌর মহিলা দল আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের (ভারত), সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহাবউদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মেহেরুল্রাহ, যশোর জেলা মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক শামছুর নাহার পান্না, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভীন, দপ্তর সম্পাদক এ্যডঃ মৌলুদা পারভীন, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আক্তারুজ্জামান সহ বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মি সভায় প্রধান অতিথি দেলোয়ার হোসেন বলেন, গত জুলাই আগষ্টের বর্বরতা ও নৃশংসতা জাতী কখনো ভুলবে না। তিনি বলেন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বচনে বিজয়ী হতে হবে। এ জন্য নারী নেতৃত্বকে তৃনমুল পর্যায় নিষ্ঠার সাথে আরও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি বলেন এখনও হাসিনার ফ্যাসিবাদীরা নতুন করে পুনর্বাসনের জন্য সুযোগ নিতে বিএনপি’র সুবিধাবাদী কতিপয় ব্যক্তিদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। এ জন্য সবাইকে ফাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনি সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
কিউএনবি/অনিমা/১ আগস্ট ২০২৫/রাত ৯:১৭