স্পোর্টস ডেস্ক : ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সহজ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।
সুপার ওভারের প্রথম ডেলিভারিটি ওয়াইড দেন ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন। পরের ডেলিভারিতে বাংলাদেশ নেয় ২ রান। কিন্তু সেই বলটি নো ডাকেন আম্পায়ার। ফ্রি হিটের বলে সৌম্য সরকার ১ রানের বেশি করতে পারেননি। তার মানে এক বলে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ রান।
জয়ের জন্য ৫ বলে করতে হতো মাত্র ৬ রান। এই পাঁচ বলের মধ্যে একটি ওয়াড বল করেন আকিল হোসেন। তার মানে ৫ বলে করতে হতো ৫ রান। এই পাঁচ রান করতে গিয়ে বাংলাদেশ এক উইকেট হারিয়ে ৩ রানের বেশি করতে পারেনি।
৯ বলের সুপার ওভারে অতিরিক্ত (২ ওয়াইড, ১ নো বল, ১ লেগ বাই) ৪ রান খরচ করে উইন্ডিজ। বাংলাদেশ এমন সুবর্ণ সুযোগ পেয়েও স্নায়ু চাপে পড়ে ম্যাচ হারে টাইগাররা। সুপার ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশ ৯ রান তুলতে সক্ষম হয়। মাত্র ১ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে উইন্ডিজ।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৫,/রাত ১১:৫০