আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটন ডিসি থেকে জার্মানির মিউনিখগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। ওড়ার কিছুক্ষণ পরেই ইঞ্জিন বিভ্রাটের কারণে পাইলট ‘মে ডে’ ঘোষণা করেন। ফলে বিমানটি নিরাপদে ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
সংবাদমাধ্যম সিএনএনে সোমবার (৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট নম্বর ১০৮ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ওয়াশিংটন ডালাস থেকে জামার্নির মিউনিখের পথে উড্ডয়ন করে গত ২৫ জুলাই। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে যখন বিমানটি প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায়। তখন পাইলট বিমান নিয়ন্ত্রণ কক্ষে জানান, ‘ইঞ্জিন বিকল, বাম ইঞ্জিন। ইউনাইটেড ১০৮ জরুরি ঘোষণা করছে। মেইডে, মেইডে, মেইডে।’
এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার সঙ্গে সঙ্গে পাইলটকে ডান দিকে ঘুরে বিমানবন্দরে ফিরে আসার নির্দেশ দেন এবং আশ্বস্ত করেন যে তাদের এবং বিমানবন্দরের মাঝে অন্য কোনো বিমান নেই। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ১১ মিনিটে উড়ানটি শুরু হয় এবং প্রায় দুই ঘণ্টা আকাশে চক্কর কাটার পর নিরাপদে ডুলস বিমানবন্দরে অবতরণ করে।
মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, অবতরণের পর বিমানবন্দরের ফায়ার অ্যান্ড রেসকিউ টিম বিমানটি পরীক্ষা করে এবং সেটিকে একটি গেটে টেনে নিয়ে যাওয়া হয়। এতে অন্য কোনো ফ্লাইটের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
ইউনাইটেড এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সকল যাত্রী স্বাভাবিকভাবে বিমান থেকে নেমে আসেন। পরবর্তীতে ফ্লাইটটি বাতিল করা হয় এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৯:৩৯