বিনোদন ডেস্ক : মেয়েকে চোখের আড়াল করছেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একমুহূর্তও নাকি মেয়েকে কাছ ছাড়া করেন না তিনি। ন্যানির ভরসায় মেয়েকে রেখে নিজের কাজে মন দেওয়ার কোনো পরিকল্পনাও নেই তার। এখন নিজের মেয়েকেই আগলে রাখা লক্ষ্য তার। এদিকে দীপিকা পাড়ুকোনের জন্য হাঁ পিত্যেশ করে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির কলাকুশলীসহ নির্মাতাকে।
সূত্র আরও জানা গেছে, দীপিকাকে ছাড়া প্রযোজক কাজ করবেন না। যত সময়ই লাগুক, তারা অপেক্ষা করতে প্রস্তুত। সিক্যুয়েলের কিছু অংশ ইতোমধ্যে শুটিং হয়ে গেছে। বাকিটা শুট করার জন্য ওরা অপেক্ষা করবে। কোনোভাবেই দীপিকাকে ছাড়া এ ছবি ভাবা যায় না। এ ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান প্রমুখ।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫০