আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার থানার ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে কলম বিরতি করেছে উপজেলার সাংবাদিক বৃন্দ। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় ডোমার শহীদ ধীরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্বরে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
দৈনিক যুগান্তর পত্রিকার ডোমার উপজেলার প্রতিনিধি আবু ফাত্তাহ্ কামাল পাখি’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগের আলো ডোমার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, ডোমার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এআই পলাশ, মুভিবাংলা টেলিভিশন নীলফামারীর জেলা প্রতিনিধি আবরার হোসেন আলভি প্রমুখ।
দৈনিক সংবাদ পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি ওহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কাজল, সাংবাদিক খায়রুল ইসলাম জুয়েলসহ অনেকে উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে সভাপতি মো আবু ফাত্তাহ্ কামাল পাখি বলেন, আমরা পুলিশের বিরুদ্ধে নই। আমরা এই মাদক ব্যবসায়ীর প্রতি সহানুভূতিশীল ওসির বিরুদ্ধে। ডোমার কে যে কোন মুল্যে মাদকমুক্ত রাখব।
উল্লেখ্য যে,মাদকের বিরুদ্ধে দৈনিক যুগের আলো পত্রিকার ডোমার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল প্রতিবাদ করায় ওসি আরিফুল ইসলামের তাকে হুমকি প্রদান করে। যার কারণে এলাকাবাসী গত কয়েকদিন পূর্বে ডোমার থানার ওসির বিরুদ্ধে ঝাড়– মিছিল করে এবং উর্দ্ধতন কতৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। এতে করে অদ্যবদি ওসি প্রত্যাহার না হওয়ায় শনিবার সাংবাদিকরা কলম বিরতি পালন করে। দ্রুত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৩০