বিনোদন ডেস্ক : খুব শিগগিরিই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডার সংসারে আসছে নতুন সদস্য। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসায় এরই মধ্যে অভিনেত্রীকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
চলতি বছরের আগস্ট মাসে পরিণীতি এবং তার স্বামী রাঘব চাড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে, তাদের কোল আলো করে আসছে প্রথম সন্তান।
হাসপাতালে ভর্তির খবরের মাঝেও গত শনিবার ধনতেরস উপলক্ষে নিজের আলোয় মোড়া বাড়ির বাগানের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন হবু মা পরিণীতি চোপড়া। আপাতত নতুন অতিথি আসার অপেক্ষায় প্রহর গুনছেন তারকা দম্পতি ও তাদের অনুরাগীরা।
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:১২