লাইফ ষ্টাইল ডেস্ক : গিজার মূলত পানি গরম করার কাজে ব্যবহৃত হয়। সাধারণত বাথরুমে এটি লাগানো হয়ে থাকে। বিদ্যুৎ এবং পানির লাইনের সঙ্গে কানেক্ট করা এ মেশিনের সুইচ চাপ দিলেই গোসলের জন্য গরম পানি পেয়ে যাবেন আপনি।
শীতে অনেকেই আছেন যারা নিয়মিত গোসল করেন না। এ অভ্যাসে আপনার শরীরে নানা রোগও বাসা বাঁধতে পারে। যেমন: ত্বক শুষ্ক ও রুক্ষ হওয়া। হজমজনিত সমস্যাসহ পেটের নানা গোলযোগের পাশাপাশি দেখা দেয় মাথাব্যথা ও ঘুমের সমস্যা।
তাই শীতের এ সময়টায় নিয়মিত গোসল করুন। আর শীতকে জয় করতে বাড়িতে নিয়ে আসুন গিজার। কেনার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রেখে গিজার কিনুন। এগুলো হলো:
১। অনেকেই মনে করেন বড় গিজারের দাম বেশি তাই ছোট গিজার কিনব। এ ধারণা আপনার মধ্যেও কি আছে? তাহলে মাথা থেকে এ ধারণা এখনই বাদ দিন। বাড়ির সদস্যসংখ্যা মাথায় রেখে গিজার ছোট না বড় তা সিদ্ধান্ত নিন।
২। ছোট গিজারে বিদ্যুৎ খরচ বেশি হয়। বারবার পানি ভরতে বারবার মেশিন ব্যবহারের প্রয়োজন পড়ে। তাই টাকা যদি বাঁচাতে চান তাহলে বড় গিজারই আপনার জন্য সাশ্রয়ী হবে।
৩। গিজার কেনার আগে বাথরুমে কোথায় সেট করবেন তা আগেই ভেবে নিন। সে অনুযায়ী ঘরে নিয়ে আসুন আপনার পছন্দের গিজার।
৪। পছন্দের গিজার কতটা বিদ্যুৎসাশ্রয়ী তা গিজারে থাকা স্টার মার্ক দেখে বুঝে নিন।
৫। বাড়ির প্রতি সদস্যের জন্য কম করে ৩ লিটার পানি ধরে হিসাব করুন গিজার কত লিটারের কিনবেন। যেমন: পরিবারের সদস্যসংখ্যা ৪ জন হলে ১২ লিটারের একটি গিজার কিনতে পারেন।
৬। গিজার কেনার আগে এর সেফটি ফিচারগুলো দেখে নেয়াও বিশেষ জরুরি। বিশেষ করে বাড়িতে কোনো খুদে সদস্য থাকলে গিজার কতখানি সুরক্ষিত, তা দেখে কেনা উচিত। এ ক্ষেত্রে সেফটি ভাল্ব, অটো-কাটঅফ ফিচার আছে কি না অবশ্যই দেখে নিন।
৭। যে গিজারের ব্যবহার করার ফিচার বেশি সেটি বেছে নিন। গিজারের কন্ট্রোল নব, ডিজিটাল ডিসপ্লে, সেটিংসের নিয়ম যত সহজ হবে ততই প্রতিদিন গিজার ব্যবহার করাটা ঝামেলামুক্ত হবে। তাই গিজার কেনার আগে এ বিষয়টিকেও গুরুত্ব দিতে পারেন।
কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৫