১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।স্বাগত বক্তব্য আউট ওব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (আনন্দ) এর উপজেলা প্রোগ্রাম ম্যানাজার আলোক প্রদীপ ত্রিপুরা।অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মঞ্জুর মোর্শেদ, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ,মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মে:হাবিবুর রহমান খান,মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা জ্যােতি কিশোর বড়ুয়া মাটিরাঙ্গা বন বিভাগের ফরেষ্টার তৌহিদুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও আনন্দ এনজিওর সুপারভাইজার, শিক্ষক, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/দুপুর ১.১৯