কিছুটা সময়
——————
যতোবার সূর্য স্নানের সংকল্পে ধ্যানমগ্ন হই
নিজের অজান্তে স্হান পাই কালো গহ্বরে
বকাট্টা ঘুড়ির মত বাতাসে দোল খেতে খেতে
পৌঁছে যাই অমাবস্যার গহীন অন্ধকারে।
ঠিক এই সময় আর বাঁচতে ইচ্ছে করে না
নিজেকে মনে হয় উচ্ছিষ্ট আগন্তুক, পরাজিত সৈনিকের মত।
অবহেলা, অপমান, অপ্রাপ্তি, অসৌজন্যতার সূচাল তীরে
জীবনটা হয়ে ওঠে ‘অ’ময় অতৃপ্ত, ক্ষতবিক্ষত।
মায়ার মোহনজালে আটকে থাকা অভ্যাসের এতোটা সময়
শুধুই মানিয়ে নেয়া! মেনে নিয়ে কতবার নতজানু হয়?
স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা, আধুনিকতার নামে অশ্লীলতা
স্পষ্টবাদিতার নামে বেয়াদবি, সচেতনতার নামে স্বার্থপরতা
এসব দ্বিধা-দ্বন্দ্বে নাজেহাল এক ক্লান্ত পথিক
আজ একফোঁটা জল চায় উড়ন্ত চিলের কাছে।
না হয় ডলফিন আর তিমির মতো
সমূদ্রতটে ভেসে উঠলে- অভিমান থেকে যাবে রহস্যময়!
রহস্যের জাল ছিন্ন করে দূরের কোন এক নাবিক
বিউগলের সুরে কাঁদবে! এ অভিমান শুধুই বিচ্ছেদের,
অভিমানী গাঙচিলের কাছে চেয়েছিল কিছুটা সময়!
চেয়েছিল স্বস্তির ঘুম, জীবনটা হোক সুন্দর ও প্রেমময়।
কবি পরিচিতিঃ জাকির হোসেন কামাল নিয়মিত লেখালেখি করেন। সোশ্যাল মিডিয়া সহ সকল প্রকাশনা মাধ্যমে তার লেখা প্রকাশিত হয়ে থাকে। পেশাগত জীবনে তিনি একজন এডমিন ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি অবসর পূর্ব অবকাশকালীন ছুটি কাটাচ্ছেন। ছাত্র জীবন থেকে কবিতা, আবৃত্তি, সাহিত্যচর্চা এবং দ্রোহের রাজনৈতিক চেতনা ধারণ করে তিনি এখন এক আপন আধাঁর সৃষ্টি করতে চান তার প্রিয় জন্মভূমি,চারণভূমি চাঁদপুরের মতলবে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের রেক্টর হিসাবে এখন তার যাপিত জীবন মানুষ গড়ার কারিগর হিসাবে।
কিউএনবি/বিপুল/ ২২/০৭/২০২৩/রাত ১০.১৬