মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : চোখে আলো ফেরানোর এক মানবিক আয়োজন জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হলো এক বিনামূল্যের চক্ষু শিবির। মানবসেবার এমন উদ্যোগ ছুঁয়ে গেছে এলাকার সাধারণ মানুষের হৃদয়। এর উদ্যেগ নেয় বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।শনিবার (১৮ অক্টোবর ) দিনব্যাপী কালাই উপজেলার পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের পরিচালনায় এই শিবিরে ৫০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।চোখের আলো ফিরে পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি। তাদের চোখে এখন শুধু চিকিৎসা নয়, আছে জীবনের নতুন স্বপ্ন।”এসময় এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি লক্ষ মানুষের সেবা করা। সেই ধারাবাহিকতায় আমাদের সাধ্যের মধ্যে এই আয়োজন। এ নিয়ে আমরা চারটি চোখও ক্যাম্প সম্পন্ন করলাম। রোগীদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ ও ছানি অপারেশন করে লেন্স লাগানোর ব্যবস্থা করা হয়।