আন্তর্জাতিক ডেস্ক : মুর্শিদাবাদ জেলার বেহরাম্পোরে একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, বিজেপি SIR (এসআইআর)-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং এটি তাদের সাম্প্রদায়িক ন্যারেটিভের জন্য কাজে লাগাচ্ছে।
নরেন্দ্র মোদি সরকারের দ্বারা সম্প্রতি প্রবর্তিত সংশোধিত ওয়াকফ সম্পত্তি আইনের বিরোধিতা করার পর, বঙ্গ সরকার গত সপ্তাহে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তি (প্রায় ৮২,০০০) কেন্দ্রের পোর্টালে ৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য নোটিফাই করেছে।
মমতা এই সভা আশ্বাস দেন যে ওয়াকফ সম্পত্তি অক্ষত থাকবে, ‘ওয়াকফ সম্পত্তি লঙ্ঘন করা হবে না; সংখ্যালঘুদের সুরক্ষা আমার দায়িত্ব। গত কয়েক দিনে কিছু দুষ্টু ব্যক্তি গুজব ছড়াচ্ছে যে রাজ্য সরকার ধনালিখিত খতিয়ানে ধর্মীয় স্থানকে মসজিদ বা কবরস্থান হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এটি মিথ্যা।
ওয়াকফ (সংশোধনী) আইনের বিরোধে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও উমরপুরে ব্যাপক সহিংসতা দেখা দেয়, যার ফলে তিনজন প্রাণ হারান এবং হাজার হাজার গ্রামীণ মানুষ ঘরছাড়া হন। গ্রামগুলোর বাড়ি ও দোকান ধ্বংস করা হয় এবং পুলিশের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী বলেন, তিনি আগামী দিনে মুর্শিদাবাদে রক্তপাত হতে দেবেন না। পাশাপাশি তিনি বঙ্গের অননুমোদিত অভিবাসীদের ওপর বিজেপির দাবি নাকচ করে দেন। তার মতে, কেন্দ্র নিজের দায়িত্ব এড়াতে পারবে না। তিনি মনে করিয়ে দেন, সীমান্ত নিয়ন্ত্রণ হলো কেন্দ্রের দায়িত্ব।
‘বিহারে তারা প্রতিটি আসনে চারজন স্বতন্ত্র প্রার্থী নামিয়েছে। এটি BJP-কে সুবিধা দিয়েছে। যদি স্বতন্ত্ররা ভোট কাটে, ক্ষতি আপনার, আর সুবিধা তাদের’, এমনটাও বলেন তিনি।
সবশেষে তিনি বলেন, ‘আমরা মুর্শিদাবাদের ইতিহাস ভুলতে পারি না। সিরাজউদ্দৌলা এখানে প্রতিটি ঘরে শ্রদ্ধেয়। এই জেলা নবাবদের ভূমি। এখানে সব ধর্মের পবিত্র স্থান রয়েছে। মানুষ সিরাজকে মনে রাখে। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গার রাজনীতি গ্রহণ করবে না।’
সূত্র- টেলিগ্রাফ ইন্ডিয়া
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৪০