স্পোর্টস ডেস্ক : বোলারের সংখ্যাটা এখন ৩। গতকাল এই মাইলফলকে প্রবেশ করেছেন আরও একজন ওয়েস্ট ইন্ডিয়ান—সুনীল নারিন। ত্রিনিদাদ স্পিনার আইএলটি২০ দিয়ে ওই মাইলফলকে পৌঁছান। মাত্র একটি উইকেটের ঘাটতি নিয়েই শারজাহ ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিলেন তিনি। ম্যাচে শিকারও করেছেন একটি উইকেট, টম আবেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে।
৪ ওভারে ১ উইকেট নিলেও মাত্র ২২ রান খরচ করেন নারিন। তার নেতৃত্বাধীন আবুধাবি নাইট রাইডার্স জিতেছে ৩৯ রানের ব্যবধানে। আবুধাবির ২৩৩ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে গেছে শারজাহর ইনিংস।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:১২