ভালো লাগার শ্রাবণ শেষ হয়ে যাচ্ছে
———————————————
আকাশের দূরত্ব কত জানিনা,
শুধু জানি ওখানেই সাদা সাদা
মেঘের বসবাস ।
মেঘ ধরতে ইচ্ছে করে,
সাদা সাদা তুলো পাজা মেঘ,
বড় ভালো লাগে, ভালোবাসি ।
দূরের আকাশে মেঘেদের বাস,
তবুও দীঘির কাকচক্ষু জলে,
আছড়ে পড়ে মেঘের ছায়া,
ডুব দিয়ে ধরে আনতে ইচ্ছে করে,
ভালোবাসার সেই মায়া ।
ফেলেছো পরাণে ছায়া,
কেমনে ভুলিব মায়া,
তব যাদুতে মোর কায়া
শ্রাবণে বহিছে ফাগুন হাওয়া।
কবি পরিচিতিঃ সেলিনা আখতার খান নিয়মিত কাব্যচর্চা করেন। তিনি লেখালেখি করেন নিজের আনন্দ প্রাপ্তির লক্ষ্যে। প্রায়শঃই তাঁর লেখা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায়। জীবনবোধ সৃষ্টিতে সেলিনা আখতার খান একজন সুনিপুন কারিগর।
কিউএনবি/বিপুল/১২.০৮.২০২২/সন্ধ্যা ৭.২৫