সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মরণোত্তর সন্মাননা প্রদান অনুষ্ঠান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণধন (কে ডি) সরকারী স্কুলের প্রয়াত শিক্ষকবৃন্দ এবং স্কুলের প্রাক্তন মেধাবী ছাত্র একুশে পদকপ্রাপ্ত দেশ বরেণ্য ভাষাসৈনিক, জনহিতৈষী চিকিৎসক নওগাঁর স্বনামধন্য কৃতি সন্তান ডাঃ মঞ্জুর হোসেন-এর স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঐ স্কুলের ১৯৭৪, ১৯৭৫,১৯৭৬ এস এস সি ব্যাচ ও অন্যান্য ছাত্রবৃন্দের সংগঠন আস্থায় আলো বিরল ও ব্যাতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস্থায় আলো নওগাঁর সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর মাহফুজুর রহমান। শিক্ষকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জগদিস চন্দ্র রায়। এ ছাড়াও ভাষাসৈনিক ডাক্তার মঞ্জুর হোসেনের পত্নী জাকেরা জেবানী মিনি উপস্থিত ছিলেন।
কামরুল হাদি’র উপস্থাপনায় বক্তব্য রাখেন মনজুর মোরশেদ সাকলায়েেন, নাজিম হাসান হিটলার, ডাক্তার জাহাঙ্গীর আলম রাজা, ভাষা সৈনিক ডাক্তার মনজুর হোসেনের পুত্র হাসান ইমাম তমাল, ভাষা সৈনিক ডাক্তার আমজাদ হোসেনের পুত্র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের ২২ জন প্রয়াত শিক্ষকের উত্তরসূরীদের হাতে সন্মাননা স্মারক তুলে দেয়া হয়।
কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৮