মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা জানান : গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শুক্রুবার জুম্মা নামাজের পর সারা দেশের অংশ হিসেবে শার্শার নাভারন বাজারে সর্বদলীয় ঐক্য পরিষদের উদ্যেগে এক গন মিছির মিছিল অনুষ্ঠিত হয়েছে। গন- মিছিলটি নাভারন বড় মসজিদ থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে নাভারন বাজারে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় বক্তব্যদেন শার্শা উপজেলা গন অধিকার পরিসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, এন সি পি নেতা মুরাদ উদ দৌলা, নাসেল আহম্মেদ, জামায়াত নেতা নূর মোহাম্মদ জিহাদী, নজরুল ইসলাম, হাসানুজ্জামান, হাফেজ মোস্তফা কামাল, ফারুক হোসেন প্রমুখ। পথ সভায় বক্তারা ভারতের আগ্রাসন থেকে মুক্তির জন্য দেশের সকল সু নাগরিকদের ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান। সেই সাথে হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৮