জ্বলছে সীতাকুন্ডু
—————————
হঠাৎ সাইরেন ও পাগলা ঘণ্টার শব্দ
এক নিমিষে রাতের নিরবতা খানখান,
আগুন আগুন শব্দে দিশাহারা চারিপাশ
ছুটে আসে সব শ্রমিক আগুনের উৎসের খোঁজে,
সশব্দে বিষ্ফোরণ রাসায়নিকের কন্টেইনার
আকাশচুম্বী আগুনের লেলিহান শিখা,
ছড়ানো ছিটানো ছিন্নভিন্ন মানবদেহাংশ,
হাহুতাশ আর কান্নায় ভারী সীতাকুন্ডু।
ছুটছে ফায়ার ব্রিগেড, ছুটছে পুলিশ, সেনা
জ্বলছে কন্টেইনার একটার পর একটা,
আটকেপড়া শ্রমিকদের আর্তচিৎকার
বাহিরে স্বজনদের উৎসুক ও বোবা আহাজারি,
বেরিয়ে আসতে থাকে লাশের পর লাশ
বেরিয়ে আসে অর্ধপোড়া কর্মী, শ্রমিকের দেহ,
সশব্দে এ্যাম্বুলেন্স ছুটে চলে হাসপাতালে,
হামলে পড়ে জনগণ তার স্বজনের খোঁজে।
ব্যস্ত চিকিৎসক,সেবিকা বাঁচানোর চেষ্টায়
ব্যস্ত রক্তদাতারা, ব্যস্ত সেবক, ব্যস্ত মানবতা।
পুড়ে শেষ হয় কর্মী, শ্রমিকের সারাদেহ
পুড়ে যায় ওদের সংসারের একমাত্র উপার্জন,
শেষ হয় অদেখা নবজাতকের বাবার স্বপ্ন
শেষ হয় বিধবা মায়ের বেঁচে থাকার অবলম্বন।
একের পর এক তদন্ত কমিটি হবে
বিভিন্ন কমিটি বিভিন্ন রিপোর্ট দিবে,
হোমরা চোমরাদের দায় অতসী কাঁচের নীচে
দায়িত্বে অবহেলায় শ্রমিকের সাজা হবে,
মালিকেরা কোটি কোটি টাকা অনুদান পাবে
নিহতদের পরিবারের আগুন জ্বলবে আজীবন।
কবি পরিচিতিঃ নুসাইবা তাসনীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সাবেক ছাত্রী,বর্তমানে সুইডেন প্রবাসী। মাঝে মাঝেই তার কলম থেকে কাব্য ঝরে, প্রকাশ পায় জীবনের কথা, প্রকাশ পায় সমসাময়িক প্রসঙ্গ।
কিউএনবি /বিপুল/ ১০.০৬.২০২২/ রাত ১১.২৯