উপলব্ধি
————
আমরা যা বলি তা কি আমরা সত্যিই গ্রহণ করি? আমরা যখন কোন কথা বলি, তখন ভাবতে হবে আমরা তা কতটুকু মানি। নিজের উপলব্ধির উপর নিজের আস্থা থাকা দরকার আগে ।
শুধুমাত্র যখন আমরা আমাদের নিজেদের আচরণের সমালোচনা করি তখনই আমরা সঠিক পথে যেতে পারি। আত্মসমালোচনা হল সঠিক পথের চাবিকাঠি। আপনাকে আপনার ভুলগুলি মেনে নিতে এবং সংশোধন করতে শিখতে হবে। এই আশায়, আমরা নিজেদেরকে যেন সঠিক পথে পরিচালিত করতে পারি।
আমাদের কথাঃ কুইকনিউজবিডি.কমে ফেসবুক কর্নার নামে আমরা একটি নতুন বিভাগ চালু করেছি। প্রতিদিন ফেসবুক টাইমলাইনে অনেকেই জীবনের খন্ডচিত্র এঁকে থাকেন। আমরা সে খন্ডচিত্র গুলোকে জোড়া দেয়ার চেষ্টা করছি। এখন থেকে ফেসবুক কর্নার নামের এই বিভাগে নিয়মিতভাবে অনেকের জীবনের খন্ডচিত্র তুলে ধরা হবে।
আজকে একজন উইমেন এন্টারপ্রেনার, লুসিড ডিজাইন এন্ড ডেভলপমেন্ট লিঃ এবং লুসিড ইন্টেরিয়র আইডিয়াস এর ডিরেক্টর(এস&এম) রওশন আরা এর ফেসবুক টাইমলাইন থেকে উপরোক্ত পোস্ট সংগ্রহ করা হয়েছে।
কিউএনবি/বিপুল/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/রাত ১২.৩১