বিনোদন ডেস্ক : সম্প্রতি ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছেন এক নারী। পরে সেই বাচ্চাগুলো মারা যায়। এমন ঘটনায় খেপেছেন অভিনেতা নিলয় আলমগীর। অভিনয়ের বাইরে পশুপ্রেমী হিসেবেও আলাদা পরিচিতি রয়েছে নিলয়ের। আহত প্রাণী দেখলে তুলে নেন চিকিৎসার দায়িত্ব, নির্যাতনের ঘটনা দেখলে সোশ্যাল মিডিয়ায় প্রথম আওয়াজ তোলার মানুষও তিনি। এবার ঈশ্বরদীতে ভয়াবহ প্রাণী নির্যাতনের সেই ঘটনার অভিযোগ তুলে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এ অভিনেতা। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে নিলয় লিখেছেন, ‘ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।








