মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জয়পুরহাট জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের সোনারপট্টিতে সংগঠনটির কার্যালয়ে এ পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কমিটিকে শপথবাক্য পাঠ করান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জয়পুরহাট সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন বোর্ডের সদস্য আব্দুল ওয়াহাব।
এসময় বাজুস জয়পুরহাট সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শফিকুল আলম, সদস্য এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, দেলোয়ার হোসেন, নবনির্বাচিত কমিটির সভাপতি সনজিদ সাহা সাজু, সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র মহন্ত, সহ-সভাপতি রাশেদ খান মিলন ও সাইদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪০